এনসিপির শীর্ষ ৬ নেতা হঠাৎ কক্সবাজারে


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ৬ নেতা হঠাৎ করে কক্সবাজার এসেছেন। তারা এখন উখিয়ার মেরিন ড্রাইভের ইনানীর হোটেল রয়েল টিউলিপে অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
কক্সবাজার বিমান বন্দরের নিরাপত্তায় নিয়োজিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১ টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির ৬ নেতা কক্সবাজার আসেন। তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে চলে যান।
এর মধ্যে ৫ জনের নামও নিশ্চিত করেছেন তিনি। এরা হলেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ। অপর জনের নাম জানেন না বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এনসিপির কয়েকজন নেতা কক্সবাজারে আসার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী।
তিনি জানান, বেলা ১২টার পর থেকে সবাই ইনানীর রয়েল টিউলিপে অবস্থান করছেন। যতটুকু জানা গেছে বেড়ানোর উদ্দেশ্যে তারা কক্সবাজার এসেছেন।
এদিকে এনসিপির এই শীর্ষ নেতারা সেখানে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ বিষয়ে জানতে চাইলে দুপুর দুইটার দিকে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, হাসের সঙ্গে বৈঠকের খবরটি সম্পূর্ণ গুজব।
পাটওয়ারী বলেন, ‘আমরা এখানে (কক্সবাজার) ঘুরতে এসেছিলাম। হোটেলে চেকইন করে এরকম একটা নিউজ দেখতে পেলাম। এটা সম্পূর্ণ গুজব। এরকম কিছুই না। আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম।’
এদিকে আজ ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী। ২০২৪ সালের এই দিনে রক্তক্ষয়ী গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ইন্ডিয়াতে আশ্রয় নেন। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন ও প্রকাশ করা। পূর্বঘোষণা অনুযায়ী, আজ বিকেল ৫টায় ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সরকারের আমন্ত্রণে উপস্থিত থাকবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো।
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের নিয়েই গঠিত হয় নতুন রাজনৈতিক দল এনসিপি। তারাও আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়েছে।