জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে: আখতার হোসেন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ আলাদা ডকুমেন্ট। ঘোষণাপত্র হলো ঐতিহাসিক স্বীকৃতির আইনস্বীকৃত মাধ্যম। আর সনদ হচ্ছে রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যম। তবে সনদ ও ঘোষণাপত্র নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
আখতার হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্র চলতি মাসের মধ্যেই দিতে হবে। এটি আমাদের জোর দাবি। অপরদিকে জুলাই সনদকে আইনি ভিত্তি না দিতে পারলে তা কার্যকর করা সম্ভব হবে না। এমনটা হলে মোটাদাগে সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন সম্ভব হবে না।
এনসিপির এই নেতা আরও বলেন, ঘোষণাপত্রের খসড়া নিয়ে কয়েক দফা সরকারের সাথে আলাপ হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যায়নি। পর্যালোচনা করে আমরাও একটা খসড়া সরকারকে পাঠিয়েছি। এটি নিয়ে আমরা একবিন্দুও ছাড় দিতে রাজি নই। এ সময় সরকার বারবার সময় চেয়েও দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।