কোনো দল একাই জুলাই সনদ ঘোষণা করলে তা দলীয় সনদ হবে: পার্থ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০২ জুলাই ২০২৫, ০৭:৪৫ পিএম
কোনো দল একাই জুলাই সনদ ঘোষণা করলে তা দলীয় সনদ হবে: পার্থ
ছবি : সংগৃহীত

কোন দল যদি একাই জুলাই সনদ ঘোষণা করে তবে তা দলীয় সনদ হবে, সার্বজনীন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

বুধবার (২ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন।

তিনি বলেছেন, ‘পিআর পদ্ধতি প্রাকটিক্যাল না, জুলাই সনদ নিয়ে কথা হয়েছে, সবাই একমত হলেই দেয়া যেতে পারে।’

পার্থ বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য স্বস্তির জায়গা তৈরি হয়েছে, ঠিক ওই সময় পিআর পদ্ধতিতে নির্বাচন প্রাকটিক্যাল না। পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে কোন ষড়যন্ত্র বা নির্বাচনকে পেছানোর কোন ষড়যন্ত্র কিনা তা ভেবে দেখা উচিৎ।’