নারী সংস্কার কমিশনের প্রতিটি সুপারিশ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক: ফয়জুল করিম


নারী সংস্কার কমিশনের দেয়া সুপারিশগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। তাই নারী সংস্কার কমিশন বাতিল করে কমিশনের সদস্যদের বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ইন্ডিয়ার ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দেশে নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আয়োজিত গণমিছিলে অংশ নিয়ে ফয়জুল করিম এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, নারী সংস্কার কমিশনের প্রতিটি সুপারিশ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার মাধ্যমে ইউনূস সরকারকে হটানোর পরিকল্পনা চলছে। অচিরেই নারী সংস্কার কমিশন বাতিল করে সদস্যদের বিচারের মুখোমুখি করতে হবে।
নির্বাচন ইস্যুতে মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, আগে প্রয়োজনীয় সব সংস্কার শেষ করতে হবে, পরে নির্বাচন দিতে হবে। জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এসময় ওয়াকফ আইন সংস্কারের নামে নরেন্দ্র মোদি সরকার ইন্ডিয়ার মুসলমানদের সম্পত্তি দখলের পাঁয়তারা করছে বলেও মন্তব্য করেন মুফতি সৈয়দ ফয়জুল করিম।