গণঅভ্যুত্থানে গোপালগঞ্জের শহীদ পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৯ মার্চ ২০২৫, ০৯:২৩ পিএম
গণঅভ্যুত্থানে গোপালগঞ্জের শহীদ পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হাফেজ মাওলানা মইনুল ইসলামের পরিবারকে ঈদ সামগ্রী ও পোশাক দেয়া হয়েছে।

শনিবার (২৯ মার্চ) দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ সদর উপজেলার কেকানিয়া গ্রামে পৌঁছে শহীদ মইনুল ইসলামের মা মাহফুজা বেগমের হাতে ঈদের নতুন পোশাক শাড়ি, পাঞ্জাবি তুলে দেন। এছাড়াও ঈদ সামগ্রী মাংস, চাল, ডাল, তেল, লবণ, সেমাই, আলু, পিঁয়াজ, রসুন, মশলাসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। এসময় তারা শহীদ পরিবারটির খোঁজ খবর নেন।

পরে নেতারা শহীদ হাফেজ মাওলানা মইনুল ইসলামের কবর জিয়ারত করে দোয়া-মোনাজাতে অংশ নেন।

এসময় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি দুর্জয় শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখার ছাত্রদল নেতা ওসিকুর রহমান জয়, নাবিল সায়বাদ, রাজু শেখ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা তানভিন হক রাইয়ান, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান আলী ইভান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামের মাওলানা কামরুল ইসলামের ছেলে মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মাওলানা মইনুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ২১ জুলাই ঢাকার রায়েরবাগে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি ২৬ জুলাই  মৃত্যু বরণ করেন। পরের দিন পুলিশের ভয়ে চুপিসরে তার মরদেহ কেকানিয়া গ্রামের বাড়িতে দাফন করা হয়।