দেশের বিভিন্ন জায়গায় ৩ দিন বৃষ্টির আভাস

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১২ মার্চ ২০২৫, ১১:৩৬ এএম
দেশের বিভিন্ন জায়গায় ৩ দিন বৃষ্টির আভাস
ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার দেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।।

আগামীকাল বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বৃষ্টির আভাস থাকলেও তাপমাত্রা বৃদ্ধি পাবে। এতে গরম বাড়বে। আগামী সপ্তাহের শুরু থেকে বৃষ্টি কমতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস।