ধর্মঘট প্রত্যাহারের আহ্বান রেল উপদেষ্টার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৮ জানুয়ারি ২০২৫, ০২:০৩ পিএম
ধর্মঘট প্রত্যাহারের আহ্বান রেল উপদেষ্টার

ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দাবিগুলো স্পষ্ট, কিন্তু ট্রেন বন্ধ করে যাত্রীদের জিম্মি করা দুঃখজনক।’

সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটে দেশব্যাপী ট্রেন চলাচল অচল হয়ে পড়েছে।

ফওজুল কবির বলেন, ‘এককভাবে বিষয়টি সমাধানের এখতিয়ার রেল মন্ত্রণালয়ের নেই। বিষয়টি অর্থ বিভাগের, আলোচনা চলছে। আমরা আত্মবিশ্বাসী যে শিগগিরই একটি সমাধানে পৌঁছানো যাবে।’

মঙ্গলবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে এক অদ্ভুত নীরবতার দৃশ্য দেখা যায়, টিকিট কাউন্টারগুলোতেও ছিল অন্য রকম নিস্তব্ধতা।

তবে অনেক যাত্রীই ধর্মঘটের কারণ জানেন না। তারা স্টেশনে এসে পৌঁছেছেন এবং চরম ভোগান্তিতে পড়েছেন। ময়মনসিংহ, নেত্রকোনা, রাজশাহী ও কক্সবাজারের মতো বিভিন্ন গন্তব্যে বেড়াতে আসা পরিবারগুলো শীতের সকালে আটকা পড়েন।

বেশ কয়েকজন যাত্রী তাদের হতাশা প্রকাশ করেছেন। এই বিঘ্ন সম্পর্কে পূর্ব ধারণা না থাকার কথা তুলে ধরেছেন।

একজন যাত্রী দুঃখ প্রকাশ করে বলেন, 'আমরা জানা ছিল না— ট্রেন চলবে না। এখন আমরা এখানে আটকে আছি, কোনো বিকল্প ব্যবস্থা ছাড়াই।’