তৃতীয় কার্যদিবসেও সূচকের উত্থান, লেনদেন প্রায় ৫০০ কোটি
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে সবকটি সূচকের পয়েন্ট বেড়েছে। এদিন লেনদেন হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা।
সূচকের উত্থানের মধ্য দিয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়। দিনের কার্যক্রম শুরুর প্রথম ৪০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ১৯৫ পয়েন্ট থেকে বৃদ্ধি পেয়ে ৫ হাজার ২৩৪ পয়েন্টে দাঁড়ায়। তবে প্রথম ঘণ্টার পর থেকে কমতে শুরু করে সূচকের উত্থানের ধারা।
দিনের শুরুর ধারা বজায় রাখতে না পারলেও দিনের শেষে গত কার্যদিবসের তুলনায় ডিএসইএক্সের সূচক ৫ পয়েন্ট বেড়ে থেমেছে। অন্য দুই ইনডেক্স—শরিয়াভিত্তিক ডিএসইএসের সূচক ১ পয়েন্ট এবং ব্লু চিপের সূচক বেড়েছে ২ পয়েন্ট।
আজ লেনদেনে দাম বেড়েছে ১৬৫ কোম্পানির, কমেছে ১৫৬টির এবং দাম অপরিবর্তিত আছে ৮০টি কোম্পানির। লেনদেন হওয়া ‘এ’ ক্যাটাগরির শেয়ারের দাম বেড়েছে ৯০টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত আছে ৪১টি কোম্পানির।
‘বি’ ক্যাটাগরিতে শেয়ারের দাম বেড়েছে ৪১টি কোম্পানির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত আছে ১৯টির। তবে ‘জেড’ ক্যাটাগরির ৩২টি কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত আছে ২০টি কোম্পানির।
‘এন’ ক্যাটাগরিতে নতুন তালিকাভুক্ত ৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২টির এবং কমেছে ৩টি কোম্পানির। ৩৭টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। পাশাপাশি বেড়েছে ১৫টির এবং কমেছে ৫টি কোম্পানির শেয়ারের দাম।
এদিন ব্লক মার্কেটে ৭৩টি কোম্পানির মোট ১৯ লাখ ৬২ হাজার ৫৯৬ শেয়ার বেচাকেনা হয়েছে, বর্তমান বাজারে যার মূল্যমান ১৫ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা।
এক দিনের ব্যবধানে পুঁজিবাজারে আজ লেনদেন বেড়েছে ৭৩ কোটি টাকা। ৪৯৯ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকায় মোট ১ লাখ ৬৩ হাজার ৯০০ শেয়ার এবং ইউনিট বেচাকেনা হয়েছে আজ।
মঙ্গলবারের লেনদেন চলাকালে ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়ে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস। অপরদিকে, শেয়ারপ্রতি ১০ শতাংশ দাম কমে দরপতনের শীর্ষে রয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।
লেনদেনের পাশাপাশি তিনটি কোম্পানি বিনিয়োগকারীদের জুলাই প্রান্তিকের ঘোষিত লভ্যাংশ বণ্টন করেছে। এর মধ্যে জিমিনি সি ফুড পিএলসি শেয়ারপ্রতি ৭ দশমিক ৫০ শতাংশ, মুন্নু ফেব্রিকস লিমিটেড ১ শতাংশ এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
উত্থানের ধারা বজায় আছে চট্টগ্রামের পুঁজিবাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিএক্সের সূচক বেড়েছে আজ ৩৮ পয়েন্ট।
লেনদেন হওয়া ১৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত আছে ৩১টি কোম্পানির। মোট লেনদেন হয়েছে ৪ কোটি ৫৫ লাখ টাকা, যা গতদিনের তুলনায় ২ কোটি টাকা বেশি।