সড়ক পরিবহন উপদেষ্টা সুখবর দিলেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে  

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১১ জানুয়ারি ২০২৫, ০৭:৫১ পিএম
সড়ক পরিবহন উপদেষ্টা সুখবর দিলেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে  
ছবি : সংগৃহীত

লাইসেন্স দেয়ার জটিল ব্যবস্থা থেকে সরে এসে এ প্রক্রিয়া আরও সহজ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে বিআরটিএ ভবনে রোড সেফটি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, লাইসেন্স দেয়ার বর্তমান জটিল ব্যবস্থা থেকে সরে এসে দক্ষ ড্রাইভার ব্যবস্থায় জোর দেয়া হবে।

তিনি বলেন, লাইসেন্স দেয়ার বিষয় আরও সহজ করা হবে। ড্রাইভারদের টেনিংয়ের ব্যবস্থা করা হবে।

মুহাম্মদ ফাওজুল কবির বলেন, সাড়ে চার লাখ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং আছে, মার্চের মধ্যে এগুলো ইস্যু হয়ে যাবে।

তিনি বলেন, গাড়ির মালিকানা পরিবর্তন প্রক্রিয়া আরও সহজ করা হবে।