চিত্রশিল্পী মতলুব আলী মারা গেছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক মতলুব আলী (বাবলু) মারা গেছেন।
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে নেয়ার পথে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
মৃত্যু খবর নিশ্চিত করেছেন মতলুব আলীর স্ত্রী গীটারশিল্পী রেহানা মতলুব।
১৯৭১ এর ১৬ ডিসেম্বর স্বাধীনতার উদয়কালে ‘লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়’ গানের রচয়িতা বাংলাদেশের চারুকলা আন্দোলনের অন্যতম সহযোদ্ধা এবং উদীচীর উপদেষ্টা ও এক সময়ের সঙ্গীত শিক্ষক অধ্যাপক মতলুব আলীর আকস্মিক মৃত্যুতে চারুকলা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শিল্পী মতলুব আলীর জন্ম ১৯৪৬ সালে রংপুরের মুন্সীপাড়ায় (মাদরাসা রোড)। রংপুর জিলা স্কুল থেকে ১৯৬৩ সালে মাধ্যমিক পাস করেন তিনি। এরপর রংপুর কারমাইকেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করেন।
তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে প্রতিষ্ঠানটিতে একই বিভাগে অধ্যাপনা শুরু করেন। চারুকলা অনুষদের ডিনের দায়িত্বও পালন করেছেন তিনি।
