নতজানু নয়, বাস্তবসম্মত পররাষ্ট্রনীতি চাই: উপদেষ্টা মাহফুজ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ পিএম
নতজানু নয়, বাস্তবসম্মত পররাষ্ট্রনীতি চাই: উপদেষ্টা মাহফুজ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, তারা আলোচনার সক্ষমতা জোরদারে করার মাধ্যমে 'নতজানু পররাষ্ট্রনীতির' পরিবর্তে সব দেশের সঙ্গে একটি 'বাস্তবসম্মত সম্পর্ক' তৈরি করতে চান।

রবিবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা মাহফুজ বলেন, 'আমরা আন্তর্জাতিক অঙ্গনে দর কষাকষির শক্তি বাড়াতে আমাদের সক্ষমতা বাড়াতে চাই।’

উপদেষ্টা জাতীয় নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারের লক্ষ্য পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো দলীয় এজেন্ডা পালন করার পরিবর্তে বাংলাদেশের স্বার্থের প্রতিনিধিত্ব করবে।

তিনি বলেন, সরকার বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার আগে রাখে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে এক প্রশ্নে মাহফুজ বলেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং তারা শুনছেন তাকে হস্তান্তর করা হবে না।

মাহফুজ বলেন, 'আমাদের পর্যবেক্ষণ হচ্ছে, তারা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে, তাকে ফেরত দেবেন না বা আমরা শুনছি।’

জসিম উদ্দিনের সঞ্চালনায় 'নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা: অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্রনীতি' শীর্ষক পররাষ্ট্রনীতি সংলাপে অংশ নিয়ে এ উপদেষ্টা এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও সংলাপে যোগ দিয়েছিলেন।