1. হোম
  2. জাতীয়

মেট্রো যাত্রীদের জন্য এলো বড় সুখবর

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
মেট্রো যাত্রীদের জন্য এলো বড় সুখবর

রাজধানীর যানজট নিরসনে জনপ্রিয় ও আধুনিক গণপরিবহন মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও দেড় বছর বাড়িয়ে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমীন শেখ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থ বিবেচনা করে এবং পরিবেশবান্ধব এই যোগাযোগ মাধ্যমকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করতে ভ্যাট অব্যাহতির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানের এই কর ছাড়ের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও সরকারের নতুন প্রজ্ঞাপনে তা বাড়ানো হলো।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার এই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

২৩ ডিসেম্বর এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। এর ফলে আগামী ২০২৬ সালের জুন মাস পর্যন্ত মেট্রোরেলের টিকিটের ওপর বাড়তি কোনো ভ্যাট দিতে হবে না যাত্রীদের, যা যাতায়াত খরচ সাশ্রয়ী রাখবে।

২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচলের মাধ্যমে দেশে মেট্রোরেল যুগের সূচনা হয়। পরবর্তীতে এই সেবা মতিঝিল পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।

আধুনিক এই যাতায়াত ব্যবস্থায় কোনো শ্রেণিভেদ নেই, ফলে সব স্তরের মানুষ একই ভাড়ায় দ্রুত ও আরামদায়ক সেবা উপভোগ করছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভ্যাট অব্যাহতির এই সিদ্ধান্তের ফলে মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষ আগের মতোই সাশ্রয়ী মূল্যে দ্রুত যাতায়াত করতে পারবেন, যা যানজট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।