হাদি হত্যার প্রতিবাদে শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল ও স্বতঃস্ফূর্তভাবে মানুষ শাহবাগে আসছেন। তাদের হাতে পতাকা এবং মুখে স্লোগান দেখা যায়।
সকাল সাড়ে ৮টার দিকে শাহবাগে গিয়ে দেখা যায়, বিক্ষুব্ধ ছাত্র-জনতা ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও’সহ নানা স্লোগান দিচ্ছেন। অংশগ্রহণকারীরা জানান, ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘একজন সাহসী ও দেশপ্রেমিক নেতাকে হারিয়ে তারা গভীরভাবে শোকাহত। তারা শোককে শক্তিতে রূপান্তর করে ন্যায়বিচারের দাবি আদায়ে রাজপথে থাকার ঘোষণা দেন।’
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। ঢাকা ও সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা বিরাজ করছে।
বিপি/ এএস