1. হোম
  2. জাতীয়

সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টা

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পিএম
সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি- সংগৃহীত

বিজয় দিবস উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর এই আয়োজনে অংশ নেন তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ এ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া, সশস্ত্র বাহিনীর ব্যান্ড ও অর্কেস্ট্রা দল নানা স্থানে বাদ্য পরিবেশন করেন। ঢাকার বাইরে খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, নাটোর, বগুড়া, চট্টগ্রাম ও কক্সবাজারে সীমিত আকারে ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয়।

বিজয়ের ৫৪তম বছরে বিশেষ আকর্ষণ হিসেবে ৫৪ জন প্যারাট্রুপার যাদের মধ্যে ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমান বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে ফ্রি ফল জাম্প করেন। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পতাকাসহ ফ্রি ফল জাম্প, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এখনও অন্তর্ভুক্ত হয়নি।

অনুষ্ঠান আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সক্ষমতা ও ভাবমূর্তি বৃদ্ধিতে সহায়ক হবে। একই সঙ্গে এটি দেশের নাগরিকদের মধ্যে জাতীয় গৌরব ও আত্মপরিচয়ের অনুভূতি জাগাবে।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিসহ সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া, বিজয় দিবস উদযাপনে চট্টগ্রাম, খুলনা, মোংলা, পায়রা বন্দর, ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জ ও বরিশালসহ বিভিন্ন ঘাটে নৌবাহিনীর জাহাজ দর্শনার্থীদের জন্য সকাল ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উন্মুক্ত রাখা হয়। তিন বাহিনীর জাদুঘরও বিনামূল্যে দর্শনের জন্য খুলে রাখা হয়েছে।

বিপি/ এএস