ঢাকাবাসীদের সুখবর দিল আবহাওয়া অফিস

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০১ নভেম্বর ২০২৫, ১০:০১ এএম
ঢাকাবাসীদের সুখবর দিল আবহাওয়া অফিস
ছবি- সংগৃহীত

তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে যখন জনজীবন বিপর্যস্ত, সে সময় এক পশলা স্বস্তির সংবাদ এলো আবহাওয়া অধিদপ্তর থেকে। জানা গেল সপ্তাহের শুরুর দিনই কমতে পারে গরমের উত্তাপ। একইসঙ্গে সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে আজ হালকা বৃষ্টিরও।

শনিবার (১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিরও৷

এসময় দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে।

এদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়ও বৃষ্টি হতে পারে।

এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এই সময় সারাদেশে দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।