ঢাবি শিক্ষককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মশাল মিছিল

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০২ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ এএম
ঢাবি শিক্ষককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূইয়া মোনামী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে সাংবাদিক মুজতবা খন্দকারের বিচার দাবিতে শিক্ষার্থীরা মশাল মিছিল করেন। একই সঙ্গে তারা দেশব্যাপী নারীদের নিয়ে অব্যাহত শ্লাটশেমিং ও কুরুচিপূর্ণ মন্তব্যকারী সকলের বিচার দাবি করেন।

শনিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে মুহসিন হল ও ভিসি চত্বর হয়ে রাজু ভাষ্কর্য সংলগ্ন যাত্রী ছাউনিতে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ হুঁশিয়ারি দিয়ে বলেন, নারীদের ওপর একের পর এক স্লাটশেমিং ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হলেও, যেকোনো দলেরই হোক না কেন, রাষ্ট্র এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। রাষ্ট্র ধীরে ধীরে স্লাটশেমারদের আশ্রয়দাতা হয়ে উঠছে।

তিনি বলেন, মুজতবা খন্দকারকে দ্রুত গ্রেফতার করতে হবে। যদি তা না করে আমরা শাহবাগ থানা ঘেরাও করবো। যারা রিলস ব্যবসার জন্য নারীদের টার্গেট করে ভিডিও বানায় তাদের ধরতে পারলে হাত পা ভেঙে দেবো।