বংশালে ভবনের সিঁড়িতে তরুণের লাশ
রাজধানীর বংশালের আগামসি লেনের একটি ভবনের সিঁড়ি থেকে মো. সজীব (১৯) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। সজীবের পরিবারের অভিযোগ, তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ আসা কলের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল হক বলেন, আগামসি লেনের ভবনটির চতুর্থ তলার সিঁড়িতে সজীবের লাশ পাওয়া যায়। তাঁর গলায় জিআই তার প্যাঁচানো ছিল। লাশটি উপুড় হয়ে পড়ে ছিল। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনটির চতুর্থ তলার ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ।
নিহত তরুণের চাচাতো ভাই শাহরিয়ার বলেন, বিকেলে সজীবকে তার প্রেমিকা ফোন করে বাসায় ডেকে নেন। পরে মেয়েটির স্বজনেরা সজীবকে আটকে রেখে শারীরিক নির্যাতন করে হত্যা করেন।
পুলিশ বলছে, তারা প্রাথমিকভাবে জানতে পেরেছে, মেয়েটির সঙ্গে সজীবের সম্পর্ক ছিল। কিন্তু দুই পরিবারের কেউই সম্পর্কটি মেনে নিচ্ছিলেন না। এসআই দুলাল হক বলেন, লাশটি উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে সজীবের মৃত্যুর কারণ জানা যাবে।
স্বজনের তথ্যমতে, সজীব বংশাল এলাকার আগামসি লেনের বাসিন্দা তাজউদ্দিনের ছেলে। এবার এইচএসসিতে অকৃতকার্য হন সজীব। তিনি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।
