মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত আরও ১০ জনের ময়নাতদন্ত সম্পন্ন


রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে নিহত আরও দশ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এই নিয়ে এ ঘটনায় নিহত ১৬ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হলো।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে প্রথম দফায় পাঁচটি এবং বিকেলে দ্বিতীয় দফায় আরও পাঁচটিসহ মোট ১০টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
এদের মধ্যে অজ্ঞাতপরিচয় নারী (১৫), অজ্ঞাতপরিচয় পুরুষ (৪০), অজ্ঞাতপরিচয় পুরুষ (৩০), মুনা আক্তার সামিরা (১৪), অজ্ঞাতপরিচয় পুরুষ (২৬), অজ্ঞাতপরিচয় পুরুষ (২৮), ফারজানা আক্তার (১৫), মুক্তা বেগম (৩০), অজ্ঞাতপরিচয় পুরুষ (২০), অজ্ঞাতপরিচয় পুরুষ (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপনগর থানার উপ পরিদর্শক (এসআই) মুখলেছুর রহমান লস্কর।
তিনি বলেন, মিরপুরে কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৬ জন নিহত হয়। এই ঘটনায় গতকাল ৬ জনের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্ত সম্পন্ন হয় এবং আজ ১০ জনের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এসব মরদেহ থেকে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। মরদেহের দাবিদারদের সিআইডিতে ডিএনএ নমুনা দেওয়ার জন্য পাঠানো হয়েছে। এরপর যাদের সঙ্গে ডিএনএ স্যাম্পল ম্যাচ করবে পরে তাদের কাছে এসব মরদেহ হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।