আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৮ অক্টোবর ২০২৫, ০৭:২৩ পিএম
আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি : সংগৃহীত

দেশে আগের তুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ডিএমপির আওতাধীন বিভিন্ন থানায় নতুন ২০টি গাড়ি হস্তান্তর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ বাহিনীর যানবাহনের স্বল্পতা বহুদিনের। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই পুলিশ প্রশাসনের সক্ষমতা বাড়াতে কাজ করছে। এর অংশ হিসেবে ২০০টি নতুন গাড়ি কেনা হয়েছে, যার মধ্যে প্রথম ধাপে আজ ২০টি গাড়ি ডিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে।
 
তিনি বলেন, জনগণ এখন নির্বাচনমুখী হচ্ছে, আর জনগণ যখন নির্বাচনের প্রতি আগ্রহী হয়–তখন দেশে অপরাধের মাত্রাও কমে আসে।

তিনি আরও বলেন, ‘সবার সহযোগিতা পেলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা সম্ভব। সরকার সে লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে।’