সাবের হোসেনের বাসায় রাষ্ট্রদূতদের যাওয়া স্বাভাবিক ঘটনা: পররাষ্ট্র উপদেষ্টা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ পিএম
সাবের হোসেনের বাসায় রাষ্ট্রদূতদের যাওয়া স্বাভাবিক ঘটনা: পররাষ্ট্র উপদেষ্টা
ছবি : সংগৃহীত

দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি সাবের হোসেন চৌধুরীর বাসায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের যাওয়ার ঘটনাকে স্বাভাবিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, সাবের হোসেন চৌধুরীর বাসায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের যাওয়াটা স্বাভাবিক একটি ঘটনা।
 
গত সোমবার (৬ অক্টোবর) সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নর্ডিক তিনটি দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছেন বলে গুঞ্জন ওঠে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার সাবের হোসেনের গুলশানের বাড়িতে যান ও দুই ঘণ্টার বেশি সময় ধরে অবস্থান করেন।
 
এই তিন রাষ্ট্রই স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের ক্ষেত্রে দীর্ঘদিনের অংশীদার।
 
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, তিন রাষ্ট্রদূত কোনো কূটনৈতিক পতাকা বা অফিশিয়াল চিহ্ন ছাড়াই একই গাড়িতে করে সাবের হোসেন চৌধুরীর বাসভবনে প্রবেশ করেন। বৈঠক শেষে তারা নজর এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করে স্থান ত্যাগ করেন।