কাপ্তাই হ্রদে নৌকাডুবি: এবার নারীর মরদেহ উদ্ধার, নিখোঁজ শিশু


রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে নৌকাডুবিতে নিখোঁজ সিরিনা বেগম নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো এক শিশু নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১ অক্টোবর) সকালে কাপ্তাই হ্রদ থেকে ওই নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গুলশাখালী এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। এরপরই রানা (৭) নামে আর নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
লংগদু ফায়ার সার্ভিসের সাব অফিসার হেলাল উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে রাঙ্গামাটি থেকে আমাদের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। আমরা ঘটনাস্থল থেকে নিখোঁজ শিরিনা বেগমের মরদেহ উদ্ধার করেছি। এখনো মাসুম নামে এক শিশু নিখোঁজ রয়েছে। তবে এখনো উদ্ধার অভিযান চলছে, আমাদের অভিযানে সেনাবাহিনী সহায়তা করছে।
প্রসঙ্গত, গত রাতে গুলশাখালী বাজার থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফেরার পথে কাপ্তাই হ্রদে বিএফআইডিসি ঘাট এলাকায় আকস্মিক ঝড়ে ৫ যাত্রী নিয়ে নৌকা ডুবে যায়। রাতেই এক শিশুর মরদেহ ও আহত দুই উদ্ধার করে স্থানীয়রা। এই ঘটনায় নিখোঁজ ছিল নারীসহ দুজন।