নতুন টেলিকম নীতিমালা, প্রধান উপদেষ্টার দারস্থ হবেন উদ্যোক্তারা

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
নতুন টেলিকম নীতিমালা, প্রধান উপদেষ্টার দারস্থ হবেন উদ্যোক্তারা

নতুন টেলিকম পলিসি আইএসপি খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের হুমকির মুখে ফেলে দিয়েছে। এতে করে এ খাতের সম্পূর্ণ দেশীয় বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে। পলিসিতে মাত্র কয়েকটি সংশোধনী বা পরিবর্তন তাদের মুখে হাসি ফোটাতে পারে। বিষয়টি নিয়ে দেশীয় উদ্যোক্তারা দ্রুতই প্রধান উপদেষ্টার দারস্ত হবে।

রোববার সকালে মহাখালীর রাওয়া কমপ্লেক্সে টেলিকম অ্যান্ড টেকনোলজিস রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানানো হয়।

সভায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম বলেন, ইতোমধ্যে নীতিমালার বিষয়ে আমাদের পর্যবেক্ষণ সরকারের সংশ্লিষ্ট সকলকে জানিয়েছি। দ্রুতই আমরা বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার দ্বারস্থ হবো। তারপরও দেশীয় উদ্যোক্তাদের রক্ষায় দাবিগুলো মানা না হলে তারা আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) সভাপতি আসিফ রাব্বানী বলেন, নতুন নীতিমালা গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে। এতে দেশীয় উদ্যোক্তাদের কোনো স্থান নেই। আগের মতো ভিওআইপি সেবার মাধ্যমে ‘গডফাদারদের’ রক্ষা করার চেষ্টা চলছে।

নীতিমালায় ছোট অপারেটরদের প্রয়োজন ও সমস্যা উপেক্ষা করা হয়েছে। আসিএক্স না থাকলে প্রতিটি এএনএসকে আলাদা রুম করতে হবে, ৯৯০টির বেশি দ্বিপক্ষীয় লিংক প্রয়োজন হবে।

আইএসপিএবি’র যুগ্ম মহাসচিব ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন বলেন, নতুন নীতিমালায় ন্যয্যতা ও কার্যকারিতার ধারা অস্পষ্ট। আমরা ৭টি ধারায় আমাদের সংশোধনী দিয়েছি। এরমধ্যে সিএমএসপিদের ক্যাবল ও ওয়্যাররেস উভয়ই ব্যবহারের সুযোগ দিয়ে এফপিএসপিদের বিনিয়োগ সুরক্ষা না দিয়ে সাংঘর্ষিক পরিবেশ তৈরি করা হয়েছে।

জেলা পর্যায়ে ইন্টারনেট সেবাদাতাদের মাধ্যমে ডিজিটাল সেবা না দেওয়ার বিধান থাকায় তা স্পষ্ট গ্রাহক বৈষম্য গড়ে তোলা হয়েছে তা বাতিল করতে হবে। এনআইসিএসপিকে কেবলমাত্র ব্লাকহোলে ক্যাবল স্থাপন করতে পারবে এমন বাধ্যবাধকতা রাখতে হবে। তা না হলে যে গ্রুপটি দীর্ঘদিন ধরে দখলে রেখেছে তাদের অনুকূলেই থেকে যাবে। ন্যায্যতার ভিত্তিতে এই নীতিমালা বাস্তবায়ন করতে হবে।

টিআরএনবির সভাপতি সমীর কুমার দে এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন। সভায় এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আইএসপিবির জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া ও অ্যাসোসিয়েশন অব আইসিএক্স অপারেটরস অব বাংলাদেশ (এআইওবি) প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান।