বায়ুদূষণে শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান কোথায়?

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৮ আগস্ট ২০২৫, ০৪:০০ পিএম
বায়ুদূষণে শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান কোথায়?
ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৭৮ স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় শীর্ষ ৬টি শহরের বাতাসের মানই ‘অস্বাস্থ্যকর’। তবে ঢাকার বাতাসের মানে খুব একটা পরিবর্তন দেখা যায়নি। বুধবারের মতো আজও শহরটির বাতাস ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

একিউআই স্কোর ৮৬ নিয়ে বাতাস আজ ‘মাঝারি’ পর্যায়ে থাকায় তালিকার ১৭তম স্থানে নেমে এসেছে মেগাসিটি ঢাকা। বুধবারও এই সময়ে ১৭ তম স্থানেই ছিল ঢাকা, একিউআই স্কোর ছিল ৮৩। 

ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৫.৬ গুণ বেশি রয়েছে।   

বৃহস্পতিবার ১৬৫ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা। ১৬৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।