নির্বাচনে কালো টাকা ব্যবহারকারীদের প্রত্যাখ্যানের আহ্বান দুদক চেয়ারম্যানের

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৫ আগস্ট ২০২৫, ০৭:১১ পিএম
নির্বাচনে কালো টাকা ব্যবহারকারীদের প্রত্যাখ্যানের আহ্বান দুদক চেয়ারম্যানের
ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা ব্যবহারকারীদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আব্দুল মোমেন।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

আব্দুল মোমেন বলেন, নির্বাচনে নানা কারণে টাকা খরচ বেড়ে যায়। আমাদের দেশে ভোটার কেনার প্রবণতাও আছে। টাকা-পয়সার খরচ বাড়ার দুটি দিক আছে—একটি ডিমান্ড সাইড, আরেকটি সাপ্লাই সাইড। সাপ্লাই সাইড বন্ধ করতে হবে। এক্ষেত্রে ব্যাংকের ভূমিকা আছে, আমাদেরও (দুদকের) ভূমিকা আছে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখতে।

অবৈধ টাকার প্রবাহ বেড়ে গেলে একপর্যায়ে তা মুদ্রাস্ফীতি তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। 

নির্বাচনের সম্পদ বিবরণীতে প্রার্থীরা ভুয়া তথ্য দিলে তার বিরুদ্ধে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, হলফনামা দাখিলের পর আমাদের হাতে সময় কম থাকে। এক্ষেত্রে যদি কারো তথ্য থাকে যে কোনো প্রার্থী তথ্য গোপন করেছেন, তা আমাদের সঙ্গে শেয়ার করবেন।

সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার প্রতিজ্ঞাবদ্ধ একটি ভালো নির্বাচন দিতে। আশা করছি- নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।