মহাখালীতে পেট্রলপাম্পে অগ্নিকাণ্ড

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৭ আগস্ট ২০২৫, ০৯:১৩ পিএম
মহাখালীতে পেট্রলপাম্পে অগ্নিকাণ্ড

রাজধানীর মহাখালীতে একটি পেট্রলপাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, মহাখালীতে রাওয়া ক্লাবের পাশে ইউরেকা ফিলিং স্টেশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হননি।