আটাবে প্রশাসক নিয়োগে সদস্যদের ক্ষোভ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ আগস্ট ২০২৫, ০৩:২০ পিএম
আটাবে প্রশাসক নিয়োগে সদস্যদের ক্ষোভ

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা না করায় সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে আটাবের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এমন পদক্ষেপে হতবাক হয়েছেন আটাব সদস্যরা। তাঁদের দাবি, বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে যেসব কারণ উল্লেখ করা হয়েছে, তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

সোমবার আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আটাবের বর্তমান কমিটি অবৈধভাবে নয়, বরং বৈধ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। কমিটি বাতিলের পেছনে গভীর ষড়যন্ত্র এবং প্রশাসনিক মোচড়ের গন্ধ পাওয়া যাচ্ছে।

আরও বলা হয়, ‘আটাব অনলাইন’ নামে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক শেয়ারহোল্ডারের টাকা আত্মসাতের যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ–সংক্রান্ত প্রমাণসহ প্রয়োজনীয় নথিপত্র ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেসব দালিলিক প্রমাণ উপেক্ষা করা হয়েছে। উল্লেখ্য, ‘আটাব অনলাইন’–সংক্রান্ত এই ঘটনা বর্তমান কমিটির মেয়াদকালে ঘটেনি।

বিবৃতিতে আরও বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে আটাবের বর্তমান কমিটির বিরুদ্ধে যে মানববন্ধনের কথা উল্লেখ করা হয়েছে, তা পুরোপুরি সাজানো ও বানোয়াট। ওই মানববন্ধনে আটাবের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। বর্তমান কমিটিকে হেয় করতে এটি একটি সাজানো নাটক। মানববন্ধনের ছবি ও ভিডিওচিত্র আটাবের বর্তমান কমিটির কাছে সংরক্ষিত আছে। অফিস আদেশে ‘আটাব সংস্কার পরিষদ’ নামে একটি সংগঠনের কথা উল্লেখ করা হয়েছে, যা একটি ভূইফোঁড় সংগঠন এবং এর কোনো নিবন্ধন নেই। চার হাজার ট্রাভেল এজেন্টের মধ্যে হাতে গোনা কয়েকজন নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই সংগঠনটি তৈরি করেছে। এমন একটি সংগঠনের অভিযোগ আমলে নেওয়ায় আটাব সদস্যদের মধ্যে আরও সন্দেহ তৈরি হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন–২ শাখার এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, আটাব সংস্কার পরিষদের পক্ষ থেকে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগের আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই সরকার প্রশাসক নিয়োগ দেয়।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নতুন প্রশাসক আগামী ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদসহ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে, নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন এবং তা বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।