জাতীয় ঐকমত্য কমিশন: প্রথম ধাপে ৬২ প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩১ জুলাই ২০২৫, ১১:২৭ এএম

ছবি : সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম ধাপের সংলাপের ভিত্তিতে ‘জুলাই সনদের’ একটি খসড়া প্রকাশ করা হয়েছে। যেখানে ৬২টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এসব প্রস্তাব দেশের সংবিধান, বিচারব্যবস্থা, নির্বাচন, প্রশাসন ও দুর্নীতি দমন কাঠামোকে সময়োপযোগী ও গণমুখী করার সম্ভাব্য রূপরেখা।
বুধবার (৩০ জুলাই) রাতে রাজনৈতিক দলগুলোর কাছে তা পাঠিয়েছে কমিশন।
এর আগে গত ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩৫টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ঐকমত্য কমিশনের ৪৫ অধিবেশনে ১৬৬ প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ৬২টিতে অধিকাংশ দল ঐকমত্য প্রকাশ করেছে। এ সংক্রান্ত প্রথম ধাপের আলোচনার পর ঐকমত্যের ভিত্তিতে তৈরি করা একটি খসড়া। যা জুলাই সনদ হিসেবে থাকবে।