জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩১ জুলাই ২০২৫, ০৯:৩৬ এএম
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন
ছবি : সংগৃহীত

তিনটি রাজনৈতিক দলকে জুলাই ঘোষণাপত্রের খসড়া দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বিষয়টি স্বীকার করেছেন সংশ্লিষ্ট তিনটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তাদের মতামত পেলে সংযোজন ও পরিমার্জন করে যেকোনও দিন ঘোষণাপত্রটি প্রকাশ করা হবে বলে জানা গেছে। 

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি স্বীকার করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের খসড়া পেয়েছি। আমরা আমাদের মতামত দিয়েছি। একই কথা জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আর জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানিয়েছেন তারা দুই-একদিনের মধ্যে মতামত দেবেন।