মাইলস্টোনের আরেক শিক্ষার্থীর মৃত্যু

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৪ জুলাই ২০২৫, ০৭:০৪ পিএম
মাইলস্টোনের আরেক শিক্ষার্থীর মৃত্যু
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী মাহিয়া তাসনিম (১৫)। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৪টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় শিশুটি। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মাহিয়া তাসনিম আইসিইউতে মারা যায়। শিশুটির শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এখনও পর্যন্ত এ দুর্গটনায় মৃত্যুর স্যংখ্যা ৩১ জনে দাঁড়ালো। এর মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছে ১৩ জন।

একই দিনে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাহতাব রহমান (১৫) মারা গেছে। স্কুলটির সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল মাহতাব। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১টা ৫২ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাহতাবের শ্বাসনালীসহ শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিক্যাল অবস্থায় ছিল সে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।