ড. ইউনূসকে আন্তঃধর্মীয় সংলাপে আমন্ত্রণ আর্চবিশপের

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৫ জুলাই ২০২৫, ১০:১০ পিএম
ড. ইউনূসকে আন্তঃধর্মীয় সংলাপে আমন্ত্রণ আর্চবিশপের

পোপের রাষ্ট্রদূত (অ্যাপোস্টলিক নানসিও) আর্চবিশপ কেভিন এস. র‍্যান্ডাল আগামী ৬–১২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এক আন্তধর্মীয় সংলাপে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন আর্চবিশপ র‍্যান্ডাল। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা যায়, তিনি বলেন এই সংলাপটি দ্বিমাত্রিক—একদিকে একাডেমিক এবং অন্যদিকে ব্যবহারিক আলোচনার মাধ্যমে বৃহত্তর জনগণের কাছে পৌঁছানোই এর লক্ষ্য।

তিনি বলেন, এই সংলাপের মূল উদ্দেশ্য হলো সহনশীলতা, সম্প্রীতি ও বন্ধুত্বের সংস্কৃতি প্রচার করা।

আর্চবিশপ র‍্যান্ডাল আগামী সেপ্টেম্বর মাসে রোমে ‘ফ্রাতেল্লি তুত্তি’ ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে যোগদানের জন্যও প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তার আমন্ত্রণের জন্য আর্চবিশপকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এটি একটি বড় আয়োজন। আমি আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।’

এ সময় তিনি নতুন পোপের প্রতি শুভকামনাও জানান।