‘জাতীয় সংস্কারক’ স্বীকৃতি পেতে ইচ্ছুক নন অধ্যাপক ইউনূস: সরকার

বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৫ জুলাই ২০২৫, ০৭:৩৯ পিএম

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করার কোনো সরকারি পরিকল্পনা নেই এবং ব্যক্তিগতভাবে তার এমন কোনো ইচ্ছাও নেই বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আবেদনকারী নিজ উদ্যোগে এই রিটটি দায়ের করেছেন বলে মনে হয় এবং কীসের ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে— তা স্পষ্ট নয়। অ্যাটর্নি জেনারেলের অফিস এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে বিবৃতিতে জানানো হয়।
সরকার জানায়, একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ অধ্যাপক ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না—এই মর্মে রুল জারি করেছে।
প্রেস বিবৃতিতে আরও বলা হয়, আদালতের আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার সময়মতো রুলের জবাব দেবে।