৩ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৬ জুলাই ২০২৫, ১১:২৭ এএম

ছবি : সংগৃহীত
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
রোববার (৬ জুলাই) আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।