রাজধানীর ওয়ারীর হাটখোলা রোডের মামুন প্লাজার তৃতীয় তলায় একটি গোডাউনে আগুন লেগেছিল। তবে ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (২ জুলাই) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ভোর ৫টা ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ইউএনবিকে বলেন, খবর পেয়ে ফার সার্ভিসের মোট সাতটি ইউনিট অগ্নিনির্বাপনে কাজ করে। তাদের প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হলো তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ণয় করা যায়নি।