করিডোর নিয়ে কারও সঙ্গে কথা হয়নি, প্রয়োজনও নেই: নিরাপত্তা উপদেষ্টা


জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, করিডোর দেওয়া নিয়ে যে গুজব উঠেছে আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে কারও কোনও কথা হয়নি, হবেও না এবং প্রয়োজনও নেই। বুধবার (২১ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, করিডোরের ব্যাপারটা বুঝতে হবে। করিডোর হচ্ছে একটা ইমারজেন্সি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না।
আরাকানে যেহেতু কোনো সাহায্য-সহযোগিতা ও সাহায্য উপকরণ অন্যান্য সাপ্লাইড রোড দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, জাতিসংঘ গত ৭/৮ বছর ধরে রোহিঙ্গাদের সহায়তা দিয়ে যাচ্ছে। আমাদের অনুরোধ করেছে যে যে সাহায্য দিয়ে যাচ্ছে সেটা বর্ডার দিয়ে পৌঁছানোর ব্যাপারে যেন আমরা সহায়তা করি।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন পর্যন্ত প্রত্যাবাসনের কথা বলতেই পারবো না। আর প্রত্যাবাসনের কথা বলা না গেলে প্রত্যাবাসনের কৌশল নিয়েও কোনও কথা বলতে পারবো না।
প্রত্যাবাসন কৌশলের যে পূর্বশর্ত আমরা সে অবস্থায় পৌঁছাইনি। অনেকে বলছেন করিডোর নিয়ে আপনারা কথা বলছেন, কারও সঙ্গে আলাপ করেননি।
যে বিষয়ের অস্তিত্বই নেই সে বিষয়ে কী করে আলাপ হয় বলেও তিনি মন্তব্য করেন।