আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না: ডিএমপি


রাজধানীর ধানমন্ডির একটি বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটে গতকাল সোমবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে। আজ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি জানায়, গতকাল রাত ১২টা ৩০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানানো হয়, ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন কিছু লোক। খবর পেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান।
পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১৫ থেকে ২০ জন ব্যক্তি সেখানে অবস্থান করছিলেন। তাঁরা বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন এবং মো. গোলাম মোস্তফা নামের একজনকে গ্রেপ্তারের জন্য চাপ দিচ্ছিলেন। পুলিশ তাঁদের থামাতে গেলে তাঁরা উত্তেজিত ও মারমুখী আচরণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং ভবিষ্যতে এমন বেআইনি কর্মকাণ্ডে না জড়ানোর মুচলেকার ভিত্তিতে আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
পুলিশ আরও জানায়, কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হয়রানি করে বা ব্যক্তিস্বার্থে আইনের অপব্যবহার করে, তাহলে তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে ফোন করার জন্য অনুরোধ করা হচ্ছে।