মতিঝিলে ব্যাংকের পাশে ভবনে আগুন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৭ মে ২০২৫, ০৭:২১ পিএম
মতিঝিলে ব্যাংকের পাশে ভবনে আগুন
ছবি : সংগৃহীত

রাজধানীর মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি ৩ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
 
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে ৩ তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ২৮ মিনিটে। পরে আরও ৩টি ইউনিট পাঠানো হয়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
 
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, ভয়াবহতা বা হতাহতের কথা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।