চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে রাজধানীতে কিশোরের মৃত্যু


রাজধানীর খিলক্ষেতে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে অজ্ঞাতপরিচয় (১৫) এক কিশোর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শনিবার (৩ মে) দিনগত রাত দেড়টার দিকে ঢামেক হাসপাতালের সার্জারি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।
এর আগে শনিবার দুপুর দুইটার দিকে খিলক্ষেত এলাকার ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। পরে ওই কিশোরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী শাকিল জানান, খিলক্ষেত ফ্লাইওভারের নিচে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ওই কিশোর গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে। ওই কিশোরের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।