সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার দেড় হাজার

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৬ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পিএম
সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার দেড় হাজার
ছবি : সংগৃহীত

পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৫৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫২৫ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় দেশে তৈরি ২১টি অস্ত্র, ৪ রাউন্ড গুলি ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

পুলিশের এ বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান এআইজি ইনামুল হক সাগর।