খাগড়াছড়িতে উদ্ধারকৃত বন মোরগ সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত

বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৫ এপ্রিল ২০২৫, ০৮:২৩ পিএম

জেলায় আজ খাগড়াছড়ি বন বিভাগ উদ্ধারকৃত দু’টি লাল বন মোরগ প্রাকৃতিক বনে অবমুক্ত করেছে।
আজ শুক্রবার বিকালে স্থানীয় আলুটিলার সংরক্ষিত বনাঞ্চলে বন মোরগ দু’টি অবমুক্ত করা হয়।
খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, শুক্রবার সকালে বন বিভাগের একটি টিম বাজার টহলের সময় বিক্রির জন্য আনা দুইটি বন মোরগ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত বিক্রেতা তার ভুল বুঝতে পেরে ভবিষ্যতে বন্য মোরগ শিকার বা বিক্রি না করার প্রতিশ্রুতি দেন।
তিনি জানান, পরে শুক্রবার বিকালে বন বিভাগের উদ্যোগে লাল বন মোরগ দু’টি স্থানীয় আলুটিলার সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।