ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় যুবক গ্রেপ্তার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৮ এপ্রিল ২০২৫, ১২:৩২ পিএম
ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজধানীর ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতিপ্রদর্শনের ঘটনার এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাড়ে ১০টায় কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি ডেপুটি কমিশনার তালিবুর রহমান এমন তথ্য জানিছেন। গ্রেপ্তার হওয়া যুবকের নাম আলিনুর পাভেল ওরফে পাভেল (৩২)।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, ভাটারা থানার জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার বাসিন্দা রাশেদুজ্জামান রাজু। গত ১ এপ্রিল ১টা ৫৬ মিনিটে পূর্ব শত্রুতার জেরে আলিনুর পাভেলসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি দল প্রাইভেটকারে করে রাজুর বাসার সামনে এসে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন।

এ সময়ে তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন, বাসার গেইটে লাথি দেন এবং সিসি ক্যামেরা ভাংচুর করে। ঘটনাস্থলে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

তালিবুর রহমান বলেন, মামলাটি তদন্তকালে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ বাড়ির আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুষ্কৃতকারীদের শনাক্ত করে। গতকাল রাতে কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে আলিনুর পাভেল ওরফে পাভেলকে গ্রেপ্তার করে। সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে ঘটনাস্থলে তার উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গেছে।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া আসামি পাভেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।