ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিতের আহ্বান ঢাকার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৭ এপ্রিল ২০২৫, ১০:৩১ পিএম
ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিতের আহ্বান ঢাকার

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি প্রতিবেশী দেশটিকে সংখ্যালঘু মুসলিমদের “পূর্ণ নিরাপত্তা” নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, “মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যেকোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি।”

বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনার নিন্দাও জানায় বলেও জানান তিনি। শফিকুল আলম বলেন, “আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।”

উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়ও গত কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছে। কলকাতায়ও বিক্ষোভ হয়েছে। গত সপ্তাহে মঙ্গল ও বুধবার মুর্শিদাবাদের রঘুনাথপুর ও সুতি থানা এলাকায় সংঘর্ষের খবর পাওয়া যায়। কয়েকটি মুসলিম সংগঠনের বিক্ষোভের পরে এই দুটি থানা এলাকায় পাঁচজনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই এলাকায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেয় প্রশাসন। এক দিন পর শুক্রবার আবার পরিবেশ অশান্ত হয়ে ওঠে। শনিবার মুর্শিদাবাদে তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে বিএসএফ নামানো হয়।