মিরপুর থেকে বিশালাকার অজগর উদ্ধার!

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ এপ্রিল ২০২৫, ০৯:২৭ পিএম
মিরপুর থেকে বিশালাকার অজগর উদ্ধার!
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের এক আবাসিক এলাকা থেকে থেকে প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের বিশালাকার একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) অজগরটি উদ্ধার করা হয়।

ঢাকার বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) শারমীন আক্তার জানান, শুক্রবার মধ্যরাতে মুঠোফোনে একটি বার্তার মাধ্যমে সাপ দেখার তথ্য জানতে পারি। দ্রুত সেটা ঢাকা বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানাকে অবহিত করা হয়। নির্দেশনা অনুযায়ী তার তত্ত্বাবধানে বন্যপ্রাণী উদ্ধারে স্বেচ্ছাসেবী দল সেভ ওয়াইল্ড লাইফ এন্ড নেচারের (সোয়ান) কয়েকজন সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা শাখেরা আক্তার শিমু জানান, প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের সাপটি একটি পুরুষ বার্মিজ পাইথন। সোয়ান টিম সাপটি উদ্ধারের পর বন বিভাগের কাছে হস্তান্তর করে এবং পরবর্তীতে সাপটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
 
উল্লেখ্য, সুন্দরবন, সিলেটের গভীর বনাঞ্চল, পার্বত্য অঞ্চলের বনভূমি ও গারো পাহাড়ে বার্মিজ পাইথন পাওয়া যায়। এছাড়াও ভাওয়াল-মধুপুর অঞ্চলেও এদের কদাচিৎ দেখা মেলে।
 
এদিকে রাজধানী ঢাকার এমন জনবহুল এলাকায় এমন বিশালাকার অজগর উদ্ধারের ঘটনা মিরপুরবাসীর মধ্যে বিস্ময়ের জন্ম দিয়েছে।
 
বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণের স্বেচ্ছাসেবী দল সোয়ানের পক্ষ থেকে জানানো হয়, অজগর সাপটি এলাকাবাসীর সহায়তায় দক্ষতার সঙ্গে উদ্ধার করা হয়েছে।
 
বন্যপ্রাণী রক্ষার্থে সরকারি প্রচারণা ও জনসচেতনতা আরও জোরদার করার আহ্বানও জানিয়েছেন সংস্থাটির সদস্যরা।