চীনা কোম্পানির চেয়ে নাগরিক অধিকার গুরুত্বপূর্ণ: আনু মোহাম্মদ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৩ মার্চ ২০২৫, ০৭:৫৯ পিএম
চীনা কোম্পানির চেয়ে নাগরিক অধিকার গুরুত্বপূর্ণ: আনু মোহাম্মদ
ছবি : সংগৃহীত

শুধু মুনাফার স্বার্থে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করে রাজধানী ঢাকার পরিবেশ ও জনজীবনকে বিপন্ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষার চেয়ে দেশের নাগরিকদের অধিকার সবার আগে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

রাজধানী ঢাকায় বুক ভরে নিশ্বাস নেওয়ার মতো এক চিলতে খোলা জায়গা, মাঠ কিংবা পার্কের দেখা মেলা ভার। নগরায়ণ এবং গাছপালা, মাঠ, পার্ক, জলাভূমি ধ্বংসের কারণে রাজধানী ঢাকা যেন সৃষ্টি হয়েছে এক তাপীয় দ্বীপে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণের মাধ্যমে পান্থকুঞ্জ ও হাতিরঝিলের পরিবেশগত বৈচিত্র্য আজ মারাত্মকভাবে হুমকির সম্মুখীন। এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরিবেশগত সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, জলাধার ও পরিবেশ সংক্রান্ত আইন লঙ্ঘন করে ইতোমধ্যেই পান্থকুঞ্জ পার্কের প্রায় ৪০ প্রজাতির ২০০০ এর বেশি গাছ কেটে ফেলা হয়েছে।
 
এ অবস্থায় পান্থকুঞ্জ বাঁচাও, হাতিরঝিল বাঁচাও প্রতিপাদ্যে রাজধানীর পান্থকুঞ্জ ও হাতিরঝিল জলাধার ধ্বংস করে এফডিসি থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ফ্লাইওভার বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচির ১০০ তম দিনে রবিবার (২৩ মার্চ) রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। পরিবেশ এবং সমাজকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
 
সরকার যদি চায় এবং আন্তরিক হয় তবে পরিবেশ রক্ষায় সমাধানের পথ খোঁজা কঠিন কিছু নয় বলে মন্তব্য করেছেন বক্তারা। এ সময় ঢাকার প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ৯ দফা দাবি তুলে ধরেন তারা।
 
উন্নয়নের নামে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ ক্ষতিগ্রস্তের মাধ্যমে মুনাফালোভী বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে বিগত সরকার স্বেচ্ছাচারিতার পরিচয় দিয়েছিল মন্তব্য করে এ সময় অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, চাইনিজ কোম্পানির চেয়ে বাংলাদেশের নাগরিক অধিকার গুরুত্বপূর্ণ।
 
শুধু পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল জলাধারই নয়, উন্নয়ন প্রকল্পে চলে যাওয়া অন্যান্য পার্ক এবং জলাধার সুরক্ষায় আওয়াজ তুলতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।