মেট্রোরেলের স্টাফ লাঞ্ছিতের ঘটনায় জড়িত পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত


মেট্রোরেলের সচিবালয় স্টেশনে দায়িত্বে থাকা টিএমও’র সঙ্গে অসদাচরণ, দায়িত্ব অবহেলা ও শৃঙ্খলাবর্হিভূত আচরণ করায় এমআরটি পুলিশে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবু আশরাফ সিদ্দিকী সই করা এক অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়।
ওই অফিস আদেশে বলা হয়, এসআই মো. মাসুদ খানকে ১৬ মার্চ বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশনে ইনচার্জ হিসেবে দ্বিতীয় পালায় নিরাপত্তা দায়িত্ব দেওয়া হয়। ওই দিন তিনি দায়িত্ব পালনকালে বিকেল ৫টার দিকে মেট্রোরেলের দায়িত্বে থাকা টিএমওর সঙ্গে অসদাচরণ, দায়িত্ব অবহেলা ও শৃঙ্খলাবর্হিভূত আচরণ করেন। এতে জনসম্মুখে বাংলাদেশ পুলিশ বাহিনীসহ এমআরটি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
অফিস আদেশে আরও বলা হয়, এ সংক্রান্ত্রে এসআই মো. মাসুদ খানকে পিআরবি রুলস্-৮৮০ বিধি মোতাবেক গত ১৬ মার্চ অপরাহ্ন হতে বাংলাদেশ পুলিশ বিভাগের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। এমআরটি পুলিশ লাইনে সংযুক্ত থেকে বিভাগীয় নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন।