হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক নেতা কাদের গনিকে দেখতে গেলেন মঈন খান


জ্বর ও চিকনগুনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএফইউজে মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরীকে বৃহস্পতিবার সন্ধ্যায় পিজি হাসপাতালে দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ কর্তব্যরত চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
মঈন খান সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকগণের সাথে কথা বলেন।
সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ফোন করে পেশাজীবীদের এ নেতার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
এছাড়াও কাদের গনি চৌধুরীর অসুস্থতার কথা শুনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, সাবেক কেবেনেট সচিব আবদুল হালিম, সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ, জাতীয় প্রেস ক্লাবে সভাপতি ও কালের কন্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ ,যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম, প্রো-ভিসি প্রফেসর ডা: আবুল কালাম আজাদ, প্রফেসর ডা: মুজিবুর রহমান হাওলাদার, প্রক্টর ডা. শেখ ফরহাদ, কৃষিবিদ শামীমুর রহমান, সাংবাদিক এলাহী নেওয়াজ সাজু, শহীদুল ইসলাম, খুরশীদ আলম, সৈয়দ আবদাল আহমদ, বাকের হোসাইন, একেএম মহসিন, আমিরুল ইসলাম কাগজী, আজম মীর, মোরসালিন নোমানী, শাহজান সাজু, সাখাওয়াত হোসেন বাদশা, রাশিদুল হক, সাঈদ খান, বাছির জামাল, বশির আহমেদ, খায়রুল বাশার, এরফানুল হক নাহিদ, জাহিদুল ইসলাম রনি, আবুল কালাম মানিক, রফিক মোহাম্মদ, দিদারুল আলম, কবি রফিক লিটন, মজুমদার তৌহিদ, তালুকদার রুমি, রাজু আহমেদ,সাংবাদিক মোদাব্বের হোসেন, ডা: দেলোয়ার হোসেন টিটু, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম,এমট্যাবের হাফিজুর রহমান,ডা: তানভীরুল ইসলাম ,সাংবাদিক নাসিম শিকদার,সাংবাদিক মাহমুদ হাসান,
সাংবাদিক জিএম রাজিব হোসেন,
সাংবাদিক শাহনাজ পলি, সাংবাদিক আল আমিন,সাংবাদিক সাইফুল ইসলাম
সাংবাদিক সাইদুর রহমান,সাংবাদিক রিয়েল রোমান, সাংবাদিক সাদ্দাম, সাংবাদিক জিয়াউর রহমান,সাংবাদিক মনিরুল ইসলাম,অধ্যাপক কেয়া চৌধুরী
প্রফেসর ড. নিজামুল হক ভূঁইয়া. শাকিল বিন মুশতাক, ইস্রাফিল মোল্লা, আলা উদ্দিন, সাংবাদিক সেকান্দর রেমান, নুর হোসেন কাইউম, ইঞ্জিনিয়ার হারুন উর রশীদসহ অসংখ্য সাংবাদিক ও পেশাজীবীরা দেখতে আসেন।