৭ দিনের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি খায়রুল

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩০ জুলাই ২০২৫, ০৪:১৪ পিএম
৭ দিনের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি খায়রুল

দুর্নীতি ও সাজানো রায় প্রদানসংক্রান্ত মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালতের অতিরিক্ত মুখ্য বিচারক মো. সানাউল্লাহ এ আদেশ দেন।

এর আগে খায়রুল হকের ১০ দিন রিমান্ড আবেদন করেন এ মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক খালেক মিয়া।

মামলার এজাহারে বলা হয়, সাবেক প্রধান বিচারপতি ২০১২ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিষয়ে বেআইনিভাবে রায় লেখেন। ওই রায়ে পরবর্তীতে বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সুরেন্দ্র কুমার সিনহা ও সৈয়দ মাহমুদ হোসেন সই করেন।

গত বছরের ২৭ আগস্ট খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। একজন আইনজীবী মামলাটি করেছিলেন।

এরপর গত ২৩ জুলাই খায়রুল হককে ধানমন্ডির বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। পরে রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সরকার পতনের পর ১৩ আগস্ট ওই পদ থেকে পদত্যাগ করেন।