মাইলস্টোন দুর্ঘটনা: আপিল বিভাগে এক মিনিট নিরবতা


রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় এক মিনিট নিরবতা পালন করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
কোমলমতি শিশুদের বিদেহী আত্মার স্মরণে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৭ বিচারপতি দাঁড়িয়ে নিরবতা পালন করেন। এ সময় নিস্তব্ধ হয়ে যায় আপিল বিভাগের এজলাস কক্ষ।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চ বিচারকাজের শুরুতে এক মিনিট নিরবতা পালন করেন।
এর আগে, সোমবার ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৮ জন।
এই ঘটনায় শোকাস্তব্ধ সারাদেশ। পরীক্ষার্থীরাও এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত। এমন অবস্থার মধ্যেই মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।