মস্কোয় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলায় নিহত ১, বিমানবন্দর বন্ধ


রাশিয়ার রাজধানী মস্কোতে এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার (১১ মার্চ) ভোরে মস্কোকে লক্ষ্য করে কমপক্ষে ৯১টি ড্রোন হামলা চালায় কিয়েভ। এতে অন্তত একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, ‘মঙ্গলবার ইউক্রেনের ড্রোন হামলার পর মস্কোর বিভিন্ন এলাকায় আগুন ধরে যায়। এরইমধ্যে বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে এবং কয়েক ডজন ফ্লাইটের সময় পরিবর্তন করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার আকাশে মোট ৩৩৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। যার মধ্যে ৯১টি মস্কো অঞ্চলে এবং ১২৬টি কুরস্ক অঞ্চলে।
ইউক্রেন এমন এক সময় ড্রোন হামলা চালালো যখন তিন বছর ধরে চলা যুদ্ধের সম্ভাব্য শান্তি আলোচনার পথ খুঁজতে সৌদি আরবে মার্কিন দলের সাথে দেখা করার প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।
এছাড়া রাশিয়ার বাহিনী পশ্চিম রাশিয়ার অঞ্চল কুরস্কে হাজার হাজার ইউক্রেনীয় সৈন্যকে ঘিরে ফেলার চেষ্টা করার সময় বড় হামলা চালালো কিয়েভ।
এদিকে সময় বাড়ার সাথে সাথে, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখনও শহরের উপর আক্রমণ প্রতিহত করছে।
টেলিগ্রামে একটি পোস্টে সোবিয়ানিন আরও বলেন, ‘মস্কোর উপর শত্রুপক্ষের ইউএভি (মানববিহীন বিমান) এর সবচেয়ে বড় আক্রমণ প্রতিহত করা হয়েছে।’
এদিকে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিভ বলেছেন যে, ইউক্রেনের এই ড্রোন হামলায় কমপক্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এছাড়া তিনি একটি ধ্বংসপ্রাপ্ত অ্যাপার্টমেন্টের ছবি পোস্ট করেছেন যার জানালা ভেঙে গেছে।
অন্যদিকে রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, হামলার পর বিমান নিরাপত্তা নিশ্চিত করার জন্য মস্কোর চারটি বিমানবন্দরেই ফ্লাইট স্থগিত করা হয়েছে। মস্কোর পূর্বে ইয়ারোস্লাভল এবং নিঝনি নভগোরোড অঞ্চলের আরও দুটি বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানানো হয়।