হামাসের নিরাপত্তা বিভাগের প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০২ জানুয়ারি ২০২৫, ১১:১৬ পিএম
হামাসের নিরাপত্তা বিভাগের প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

দক্ষিণ গাজায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান হুসাম শাহওয়ানকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

দক্ষিণ গাজার একটি মানবিক অঞ্চলে রাতভর ড্রোন হামলা চলাকালে তিনি নিহত হন বলে বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

খান ইউনিসের একটি মানবিক অঞ্চলে থাকা অবস্থায় শাহওয়ানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে বিবৃতিতে বলা হয়েছে।

গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহত ২৯

ওই হামাস নেতা ছাড়াও বৃহস্পতিবার গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলজুড়ে ইসরায়েলি বোমা হামলায় গাজার পুলিশ প্রধানসহ অন্তত ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা সিটির পশ্চিমে আল-আইয়ুন ও আল-লাবাবিদি স্টেশনের আশপাশে ইসরায়েলি বোমা হামলায় ৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এছাড়া, খান ইউনিসের কেন্দ্রস্থলে একটি ভবন লক্ষ্য করে ইসরায়েলি হামলায় আরও ৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খান ইউনিস পৌর ভবনের ভেতরে অবস্থিত হামাসের কমান্ড সেন্টারে অবস্থান করা জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে (ইসরায়েলি) বিমান বাহিনী।

অপরদিকে, হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে মাওয়াসি এলাকায় (শরণার্থী) তাঁবুতে ইসরায়েলি হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই হামলায় গাজার পুলিশ মহাপরিচালক মেজর জেনারেল মাহমুদ সালাহ ও হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা হাসাম শাহওয়ান নিহত হয়েছেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা করে। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়।

বৃহস্পতিবার গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৫৮১ জনে দাঁড়িয়েছে, যাদের অর্ধের বেশি নারী ও শিশু।