ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
ভারতের উত্তর প্রদেশে ঘন কুয়াশার মধ্যে ওভারটেক করতে গিয়ে একটি ডবল ডেকার বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহতে অবস্থায় আরও অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তর প্রদেশের আলিগড় জেলার যমুনা এক্সপ্রেসওয়েতে বুধবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে। বাসটি দিল্লি থেকে আজমগড় যাওয়ার পথে তাপ্পাল থানা এলাকায় পৌঁছালে রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে দুর্ঘটনায় পড়ে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ট্রাকটি অন্য একটি যানবাহনকে ওভারটেক করছিল। ঘন কুয়াশার কারণে অপরদিক থেকে যে ডবল ডেকার বাসটি আসছে তা লক্ষ করতে পারেননি ট্রাকের চালক। ফলে এ সংঘর্ষ হয়।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে নিকটবর্তী কৈলাস হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং নিহতের ময়নাতদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তাদের সুচিকিৎসার জন্য জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছেন তিনি।